গোপালগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রামন ঠেকাতে গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। মঙ্গলবার থেকে শহর ও গ্রামের দুঃস্থদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে তারা।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত থেকে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রম শুরু করেন।
এ সময় জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না,প্রসূন মন্ডল,সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম বলেন, দরিদ্রদের বসবাস স্থানে গিয়ে উদীচী কর্মীরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। দেশের দুঃসময়ে উদীচী সব সময় দরিদ্রদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা চাই করোনাভাইরাসের কারনে খেটে খাওয়া দরিদ্রদের পাশেদেশের ধনীব্যক্তিরা এগিয়ে আসবে। তাহলে সম্মিলিত প্রচেষ্টায় করোনা প্রতিরোধ সম্ভব হবে।