,

করোনা আক্রান্তরা পেলেন ‘উপহার সামগ্রী’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের মনোবল বৃদ্ধি করতে উপহার বিতরন করা হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ফল ও ২৫ কেজি চাউল। ফলের ঝুড়িতে লেখা ‘মনে সাহস রাখবেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। অতিদ্রুত সুস্থ্য হন এই কামনা’।

সোমবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ কোভিট-১৯ এ আক্রান্তদের ফল ও খাদ্য উপহার প্রদানের কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত ইউএনও দেদারুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম।

এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র ফকরুল কাজী সহ উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার পাওয়া করোনায় আক্রান্ত রোগীরা মুঠোফোনে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রতিবেশীরা ভয়ে বাড়ির কাছেও আসেনা। এছাড়া পরিবারের লোকজন দোকানে কিছু কিনতে গেলেও দোকানদার বিক্রি করতে চায়না। এমন অবস্থায় উপহার সামগ্রী পেয়ে আমরা খুশি হয়েছি।

ভারপ্রাপ্ত ইউএনও দেদারুল ইসলাম বলেন, সাধারনত করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা মানসিকভাবে ভেঙ্গে পরে ও সাহস হারিয়ে ফেলে। তাই হোমকোয়ারেন্টানে থাকা রোগী ও তাদের পরিবারের মনোবল বৃদ্ধি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকজন রোগীদের বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫৫ জন রোগীর বাড়িতে আমরা উপহার সামগ্রী পৌছে দেব।

এই বিভাগের আরও খবর