,

করোনার ভয়ে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

পঞ্চগড় প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিষপানে জুমার উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নিহত জুমার উদ্দিন উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।

নিহতের বড় ছেলে আবু সাঈদ দৈনিক অধিকারকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাবা বিষপান করলে দ্রুত তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসি। এর এক থেকে দেড় ঘণ্টা পর তিনি মারা যান।

কী কারণে তিনি বিষপান করেছেন এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ বলেন, ‘কী কারণে বিষপানে তিনি আত্মহত্যা করলেন তা জানি না। বাবা কানেও কম শুনতেন। তবে করোনা ভাইরাস নিয়ে কয়েকদিন ধরে ভয় পাচ্ছিলেন তিনি।’

এ কারণে নিহতের পরিবার ও প্রতিবেশীরা ধারণা করছেন- করোনার ভয়ে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বৃদ্ধ জুমার উদ্দিনের বিষপানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর