,

কবিতা : নেমে এসো রাত্রি

।। অনন্যা জান্নাত।।

রাত, নিঃশব্দে নেমে এসো
আমার পৃথিবীতে
তারপর ছড়িয়ে যাও
হৃদয়-গহীনে;
বুকের ভাঁজে ভাঁজে;
শরীরের নির্লিপ্ত আঙিনায়!

রাত, নিস্তব্ধতায় ছুঁয়ে দাও আমার প্রাণ;
ছড়িয়ে যাও নিশ্বাসে নিশ্বাসে
আর প্রতিটি রক্তকণিকায়!

রাত, জড়িয়ে রাখো আমায় তোমার অনন্ত স্নিগ্ধতায়,
কুয়াশায় সজীবতা মাখিয়ে দাও শরীরে শরীরে
ফুল হয়ে ফোটো হৃদয়ের উষ্ণ আঙিনায়!

রাত, ছুঁয়ে দাও প্রেমিকের উষ্ণ ঠোঁট;
হৃদয়হীন বুক-পাঁজর;
শীতল করো তারে
দক্ষিণের উদাসী হাওয়ায়!
সিক্ত করো শিশিরের আদ্র ভালোবাসায়!
প্রেম জাগিয়ে তোলো শিরায় শিরায়!

রাত, নেমে আসো আমার ক্লান্ত আঁখিতে;
ভালোবাসার গভীর মায়ায় ছিনিয়ে নাও
আমার যতো যাতনা;দীর্ঘশ্বাস;
বুকের জমিনে গড়ে তোলো
প্রশান্তির আকাশ;
তপ্ত হৃদয় ছুঁয়ে দূর করে দাও জীবনের
যতো গ্লানি;
শান্তির ঘুমে জড়িয়ে ডেকে আনো
নতুন কোনো ভোর;
দীপ্তিময়ী সোনালী সকাল।

এই বিভাগের আরও খবর