,

কবিতা : ওরা অভিশপ্ত

।। জুয়েল নাইস ।।

শিক্ষাঙ্গন আজ ভরে গেছে কিছু অমানুষের দলে
ওরা সত্যকে মুছে দিতে করে শক্ত পণ,
ক্ষমতার আঁধারে ভুলে যায় অতীত ইতিহাস
তাই মিথ্যাকে হৃদয়ে করে বরণ।

ওরা অভিশপ্ত, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী করে
ওরা ঘৃণ্য চেহারার বিকৃত মানুষ
মিথ্যার স্বাদে আত্মতৃপ্তি খোঁজে,
ওরা সন্ত্রাসকে শ্রেষ্ঠত্ব বলে
অপরাধের পথে বাধাহীন চলে।

বিদ্যাপীঠের পবিত্র মাটি সন্ত্রাসের পায়ে দলিত বারংবার
ওরা তৎপর স্বাধীনতাকে গলাটিপে হত্যার,
চারিদিকে শুধু ভাসে ঘৃণার আওয়াজ
শুনতে পায় প্রতিবাদী নবীন।

সত্য-সংগ্রামী, ছাত্রজনতা মুক্ত চেতনায়
দৃঢ় শপথে লড়ে যায় মুক্ত প্রাণে,
ভয়কে ছেড়ে জয়ের নেশায় মত্ত
এরা সবাই বাংলাদেশর ভক্ত।

সন্ত্রাস নির্মূলে তীক্ষ্ণ দৃষ্টি সবার পানে
অপরাধের সমাজ চিরতরে মুক্ত করার লক্ষ্যে,
ছাত্রসমাজ জাগবে  চিরকাল অগ্নি মশাল হাতে
অতীত সাহসে অনুপ্রেরণা রয়েছে সবার বক্ষে।

যদি কেউ যুদ্ধে নামে সত্যের বিপরীতে
পরাজয় শেষে ঘৃণার ভারে লুকায় আঁধারে,
অভিশপ্ত মুখের ছায়াও কেউ চায় না দেখতে
মিলবেও না সুখের দেখা মরণের পরে।

এই বিভাগের আরও খবর