বিডিনিউজ ১০ বিনোদন: পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা ও মদিনা যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। আগামী মাসের মাঝামাঝি সময়ে মাকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই অভিনেত্রী।
অহনা বলেন, ‘আগামী মাসে ওমরাহ করতে সৌদি আরব যাবো। সব কিছু ঠিক তবে যাওয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসের ৮ তারিখ আমার জন্মদিন। এর পরপরই যাওয়া হবে এটা নিশ্চিত।’
তিনি আরও বলেন, ‘ওমরাহ পালনের জন্য কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছি। সেখান থেকে ফিরে পুরোদমে কাজে নামতে চাই। সবার কাছে দোয়া চাই। ওমরাহ পালন করে যেন সুন্দরভাবে ফিরে আসতে পারি।’
এদিকে, আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছেন না অহনা। ব্যস্ত আছেন একক নাটক নিয়ে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন তপু খানের ‘কবির খানের বুমেরাং’, মাসুম আল জাবেরের ‘জেরিন আনটোল্ড স্টোরি’ ও হাসিব হোসেন রাকিবের ‘পেইন ড্রাইভ’ নাটকে।
অহনা বলেন, ‘আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছি না। কিছুদিন আগে তিনটি একক নাটকে অভিনয় করেছি। এগুলো আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। আরও কিছু নাটকে কাজ করার বিষয়ে কথা চলছে।’
ধারাবাহিক নাটকে অভিনয় না করলেও তার অভিনীত ‘বউ শাশুড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’ নাটকগুলো প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।