,

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দীপা মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার জলিরপাড় গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

দীপা ওই গ্রামের দীনবন্ধু মন্ডলের মেয়ে। তার এ বছর জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে দীপার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর