বিডিনিউজ ১০, বিনোদন: এ সময়ের ব্যস্ত সঙ্গীতশিল্পী আকাশ মাহমুদ। যিনি ‘পদ্মাসেতু’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নতুন একটি গান নিয়ে আসছেন তিনি।
গানটির একটি বিশেষ বৈষিষ্ট্য হল এই প্রথম বারের মত আকাশ মাহমুদ নিজেই গানটিতে সুর, সঙ্গীত, ভিডিও পরিচালনাসহ মডেল হিসেবে কাজ করছেন। তার সাথে মডেল হিসেবে রয়েছে স্নেহা এবং গানটির কথা লিখেছেন গীতিকবি কাঙ্গাল মুরাদ।
নতুন এ গান প্রসঙ্গে আকাশ বলেন ‘পদ্মাসেতু’ , ‘পিরিত ভীষন জ্বালা’ র মতই দর্শকনন্দিত হবে এই ‘সয়নারে জ্বালা’ গানটি।
গানটির শুটিং হয়ে গেছে রাজধানী ঢাকা ও সিলেটের চা বাগানের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে। গান নিয়ে আকাশ মাহামুদ খুব আশাবাদী।
তিনি বলেন, ‘আমি আমার সেরা গায়কী দেয়ার চেষ্টা করেছি। কথার প্রতি গুরুত্ব দিয়েই নিয়মিত গান করি। সুর এবং সঙ্গীতায়োজন সকলের পছন্দ হবে বলে আশা করছি। গানটির কথাও বেশ চমৎকার। নিশ্চিই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
ভিডিওটি আকাশ মাহমুদের নিজের ইউটিউব চ্যানেল https://www.youtube.com/channel/UC9UWqnApHXfZXeVlDjTYWVA থেকে প্রকাশ করা হবে বলে জানা গেছে।