।।দালান জাহান।।
একদিন আমারও একজন ছিল
দুঃখ মোছার মানুষ সকালে সন্ধ্যায় যে
আনমনা হয়ে দাঁড়িয়ে থাকত বকুল তলায়।
বছরের সবকটা বিশেষ দিনে
সেই আমার একমাত্র ক্যালেন্ডার ছিলো
তার হাত ছিল আমার হাতের ঘড়ি।
আমার ঠোঁটের কোনে
সেই প্রথম বসিয়ে ছিল নেপচুন হাসি
দুঃখের নদী শুষে দিয়েছিল আনন্দ আকাশ।
অত্যন্ত দুঃখের সাথে স্বীকার করছি
একটি চুমো বিক্রির দায়ে
আমি তাকে হত্যা করেছিলাম।
সেই থেকে আমি একা
একলা আকাশের মতো একা।