বিডিনিউজ ১০ ডটকম: এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজের উন্নয়ন ফি’র কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার টাকা করে টাকা আদায় করেছেন। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার রাজপাট ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে লাখ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের সঙ্গে যুক্ত হয়েছে উন্নয়ন ফিসহ বিবিধ ফি। কলেজটিতে প্রতি বছর ফরম পূরণে বোর্ডের নির্দেশ উপেক্ষা করলেও কেউ ব্যবস্থা নেয়নি।
একাধিক শিক্ষার্থী জানায়, উন্নয়ন ফি’র কথা বলে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায় করেছেন। শিক্ষার্থী প্রতি তিন হাজার করে টাকা আদায় করেছেন। ভবিষ্যদের কথা চিন্তা করে ফেল করিয়ে দেয়ার ভয়ে তারা মুখ খুলতে পারছেন।
সহকারী অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অতিরিক্ত ফি আদায়ের কথা স্বীকার করে বলেন, অতিরিক্ত টাকা কলেজের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। ম্যানেজিং কমিটির সঙ্গে বিষয়টি আলোচনা করে এবং রেজুলেশনের মাধ্যমে ফরম পূরণে ৩ হাজার করে আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, ‘অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবে কোন কলেজ বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ নিতে পারবে না। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।