,

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন নেইমার

অনলাইন ডেস্ক: সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে নাইজেরিয়ান বিপক্ষে ম্যাচের শুরুতেই হতাশ হয়েছেন ভক্তরা। নিরপেক্ষ এই ভেন্যুতে আলাদা করে ব্রাজিল থেকে কিংবা নাইজেরিয়া থেকে আসা ভক্ত খুব বেশি দর্শক পাওয়া যাবে না। তবে ব্রাজিলের বিশেষ করে নেইমারের খেলা দেখতে এশিয়ার ভক্তরা নিশ্চয় হাজির ছিলেন স্টেডিয়ামে। কিন্তু ম্যাচের ১২ মিনিটের মাথায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার।

ইনজুরির কারণে নেইমার ঘরের মাঠে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলতে পারেননি। দলের সঙ্গে উদযাপন করতে পারেননি তিনি। মৌসুমের শুরু থেকে খেলতে পারেননি ক্লাবের হয়েও। সঙ্গে দলবদলের ঝক্কি-ঝামেলা তো ছিলই। তবে নেইমার ক্লাবের হয়ে দারুণ ফুটবল উপহার দিচ্ছেন। জাতীয় দলের হয়ে অবশ্য সেরা ছন্দে নেই তিনি।

পেরুর বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের পর প্রীতি ম্যাচে হারে ব্রাজিল। বদলি হিসেবে মাঠে নেমেও দলকে বাঁচাতে পারেননি নেইমার। এরপর সিঙ্গাপুরে সেনেগালের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচেও বিবর্ণ ছিলেন নেইমার। দলকে জেতাতে পারেননি। পারেননি ভক্তদের ফুটবল জাদুতে মোহিত করতে।

তবে রোববার নাইজেরিয়ার বিপক্ষে নেইমার ব্রাজিলের জার্সিতে স্বরূপে ফিরবেন বলে আশায় ছিলেন ভক্তরা। জাতীয় দলের হয়ে তিনি ৬১ গোল করেছেন। আর এক গোল করলে রোনালদো নাজারিওর পাশে বসবেন নেইমার। কিন্তু শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন পিএসজি তারকা। তার ইনজুরি কতটা গুরুতর তা এখনই জানার উপায় নেই। নেইমারের ইনজুরির কারণে বদলি হিসেবে মাঠে নামেন ফিলিপে কুতিনহো। এই প্রতিবেদন লেখার সময় প্রথমার্ধ শেষে ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে আছে।

এই বিভাগের আরও খবর