,

আলফাডাঙ্গায় ‘কৃষক মাঠ দিবস’ পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর: আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত রোপা আমনের আউশ বøক প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিটা এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন প্রসাদ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম শাহজাহান সিরাজ, আলফাডাঙ্গা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ বিশ্বাস, ইনামুল খান,উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান হৃদয়, জুয়েল হাসান, শেখ মো. বাপ্পী প্রমুখ।

এই বিভাগের আরও খবর