,

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাণ্ডায় কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক:  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় মুগদার থানার মাণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা জানান, এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।

নিহতের বড় ভাই হাবিব জানান, স্থানীয় ব্যান্ডেজ গ্রুপের সাগর, টগর, বেলাল, চাঁদমণি, সাগরসহ ১০ থেকে ১২ জন হাসানের ওপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলো সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।  লাশ মর্গে রাখা হয়েছে।

হাসানের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাড়ারা গ্রামে। সে মান্ডা এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। পেশায় একজন প্রেস কর্মচারী ছিলো।

এই বিভাগের আরও খবর