,

আইসিসি র‍্যাঙ্কিংকে ‘আবর্জনা’ বললেন মাইকেল ভন

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন নিউজিল্যান্ড ও ইংল্যান্ড টেস্টে এমন ভালো পারফর্ম করেনি যাতে দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদ্য তাদের টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে সিডনি মর্নিংকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেন, ‘আমি আইসিসি র‍্যাঙ্কিং নিয়ে সন্তুষ্ট নই। এটা একটা পুরো নোংরা/আবর্জনা বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমি বুঝতেই পারছি না নিউজিল্যান্ড গত কয়েক বছরে অনেক সিরিজ জিতেছে কিন্তু তা বলে দ্বিতীয়, কিন্তু আমার মতে এই র‍্যাঙ্কিং ঠিক নয়। ইংল্যান্ড টেস্ট ম্যাচ ক্রিকেটে তৃতীয় ছিল এখন চতুর্থ। এবং ইংল্যান্ড গত তিন-চার বছর ধরে টেস্ট ম্যাচ ক্রিকেটে কষ্ট করছে, বিশেষ করে বিদেশের মাটিতে।’

নিজের দেশকে নিয়ে ভন আরও বলেন, ‘ওরা (ইংল্যান্ড) ঘরের মাঠে সিরিজ জিতেছে। ওরা শুধু অ্যাশেজ ড্র করেছে, জিতেছে একমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয় র‍্যাঙ্কিং কিছুটা অস্বাভাবিক। নিউজিল্যান্ডকে টেস্টে দ্বিতীয় সেরা দল হিসেবে আমি মানতে পারছি না। আমার মনে হয়, অস্ট্রেলিয়া অনেক বড় টেস্ট দল।’

ভন অস্ট্রেলিয়ার প্রশংসা করেছেন। এবং তার মতে, অস্ট্রেলিয়ার আরও উপরে থাকা উচিত ছিল। এই মুহূর্তে অস্ট্রেলিয়া পঞ্চমস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় টেস্ট ক্রিকেটে দুটো দলই রয়েছে, ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বের সেরা টেস্ট দল এই দুটোই যা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি মনে করি একমাত্র দল যারা অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারে এটা হল ভারত।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে চলা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারলে ইংল্যান্ড আবার তিন নম্বরে উঠে আসতে পারবে।

এই বিভাগের আরও খবর