ঘরের মাঠে এদিন দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্নের বিপক্ষে অনেকটা সমান তালেই লড়াই করে লোকোমোটিভ মস্কো। যদিও মাঝমাঠের দখল বেশির ভাগ সময় ছিল বায়ার্নের নিয়ন্ত্রণেই। তবে বাভারিয়ানদের আক্রমণ প্রতিহত করে বেশ কিছু দারুণ আক্রমণ শানায় তারা। চ্যাম্পিয়নদের বারপোস্টে ১৫টি শট নেয় দলটি। যার মধ্যে ৬টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৯ শটের মধ্যে ৪টি শট লক্ষ্যে রেখে দুটি গোল আদায় করে নেয় জার্মান দলটি।
৮৭ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে, শেষদিকের জোড়া গোলে বরুশিয়া মনশেনগ্লাডবাখের সাথে ড্র করে লস ব্লাঙ্কোস। এছাড়া, সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৩ ম্যাচ জিতেছে বায়ার্ন। হারিয়েছে লোকোমোটিভ মস্কোকে।