স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মন্থরগতিতে এগিয়ে চলেছে প্রথম দিনের খেলা। আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারছে না, আবার বল হাতে ছড়ি ঘোরাতে পারছে না বাংলাদেশের বোলাররাও। তবে রানের গতি থামিয়ে রেখে সফরকারীদের চেপে ধরে রেখেছেন রাহী-মিরাজরা।
চা পানের বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। প্রথম সেশনে ৩১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৮৫ রান করতে পেরেছিল সফরকারীরা। দ্বিতীয় সেশনে সমান ওভার খেলে সমান উইকেট হারালেও রান তুলতে পেরেছেন কেবল ৬৪। নিজের ফিফটি তুলে নিয়ে ৫৩ রানে অপরাজিত শন উইলিয়ামস, পিটার মুরের সংগ্রহ ৫।
দ্বিতীয় সেশনের প্রথম পানি পানের বিরতির এক ওভার পরেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। তার সোজা এক ডেলিভারিতে ভুল লাইনে খেলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন সিকান্দার রাজা। আউট হওয়ার আগে করেছেন ১৯ রান।
এর আগে সেশনের প্রথম ওভারেই জিম্বাবুইয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরের পথ দেখিয়েছেন সিলেটের লোকাল বয় আবু জায়েদ রাহী। ১০৫ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৫২ রান করে ফেরেন মাসাকাদজা।
প্রথম সেশনে তাইজুলের ঘুর্ণিতে দুই উইকেট হারিয়েছিল জিম্বাবুইয়ানরা। ওপেনার ব্রায়ান চারিকে সরাসরি বোল্ড করার পরে অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে শর্ট লেগে ক্যাচে পরিণত করেন তাইজুল। চারি ১৩ ও টেলর ফেরেন ৬ রান করে।
এসএএস