,

ঢাকায় শুক্রবার বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশেই প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির অপেক্ষায় সবাই। কবে হবে বৃষ্টি? আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও তা হবে সামান্য।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গতকাল মঙ্গলবার বলেন, রাজধানী ঢাকায় বৃষ্টির জন্য আরও অপেক্ষা করতে হবে। আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে তা সামান্য।

এদিকে রাজধানীর তাপমাত্রা কমা অব্যাহত আছে। গতকালও (৩৭ ডিগ্রি) তাপমাত্রা আগের দিনের (৩৮.১ ডিগ্রি) চেয়ে কমেছে। গত রোববার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও রাজধানীতে গরম সেভাবে কমেনি।

এই বিভাগের আরও খবর