,

গোপালগঞ্জে বাস চাপায় একজন নিহত

ফাইল ফটো

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরে বাসচাপায় মিটু মোল্যা (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে শহরের কুয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিটু মোল্যা কুয়াডাঙ্গা এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অফিস সহায়কের কাজ করতেন।

স্থানীয়রা জানান, নিহত মিটু সকাল ১০টার দিকে কুয়াডাঙ্গার শরীফ ট্রেডার্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পুলিশ লাইন্সগামী একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সদর থানার এসআই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর