জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে কাশিয়ানী-পোনা মারকাযুল উলুম মাদ্রাসার প্রস্তাবিত মারকাজ মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
এ সময় ছোটফা মাদ্রাসার মহতামিম মোহাম্মদ আবু ওবায়দা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে মাদ্রাসা ও মসজিদের সার্বিক উন্নয়ন কামনা করে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশিয়ানী-পোনা মারকাযুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মোক্তার হোসেন, আলহাজ্ব মো. এনামুল হক, এম এ খালেক ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ, সমাজসেবক কেএম সিদ্দিকুর রহমান, খন্দকার সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে একরাম উপস্থিত ছিলেন।