জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের তেঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক রাজু শেখ (২৪) খুলনার তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ অবস্থান করে ভ্যান চালাতেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক গণেশ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সোয়া ৭টায় ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।