জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল গেট ভেঙে আরাফাত সানী নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।
আহত ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে তার পরিবার।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত সানী উপজেলার বরইভিটা গ্রামের আলামিন শিকদারের ছেলে।
আরাফাত সানীর পিতা আলামিন শিকদার বলেন, ঘটনার দিন বিকেলে আমার ছেলে তার বন্ধুদেরকে সাথে নিয়ে বিদ্যালয়টির মাঠে খেলতে গিয়েছিল। এক পর্যায়ে গেটটি ভেঙ্গে আমার ছেলে চাপা পড়ে। আশপাশের লোকজন ছুঁটে এসে আমার ছেলেকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে এসেছি।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার বলেন, ৬ দিন আগে বিদ্যালয়ের দেয়ালে গেটটি লাগানো হয়েছে। গেটের কাজটি নিন্মমানের হওয়ায় গেটটি ভেঙ্গে পড়েছে বলে আমাদের ধারণা। আমরা এ ঘটনার তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ঠিকাদার নাসির শেখ বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত হওয়ার খবর স্বীকার করে বলেন, কাজটি বর্তমানে চলমান হয়েছে। এখানে কোন নিন্মমানের কাজ হয়নি। আমি ভেঙ্গে পড়া গেটটি পুনরায় স্থাপন করে দিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি বিষয়টি জানার পরে তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।’