জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: দৈনিক যুগান্তরের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনের চাচা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুন্নু সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ২ টায় উপজেলার সীতারামপুর নিজ বাড়িতে মারা যান তিনি।
মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ মাগরিব জানাযার নামাজ শেষে সীতারামপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, তাঁর মৃত্যুতে কাশিয়ানী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও বিডিনিউজ ১০ ডটকম পরিবারসহ স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।