কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে তালাবদ্ধ পাটগুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলার ভাটিয়াপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভাটিয়াপাড়া বাজারের পাট ব্যবসায়ী মশিউর রহমান পান্নু মিয়ার তালাবদ্ধ পাটগুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাশের ব্যবসায়ীরা ধোঁয়া দেখতে পেয়ে গুদাম মালিক ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই গুদামে ৩৩৫ মন পাট রক্ষিত ছিল। এরমধ্যে প্রায় ১৭৫ মন পাট পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো. নেছার আলী জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
-লিয়াকত হোসেন লিংকন