নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে যাদবপুর বি.এম.স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান আলী হায়দারকে অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
স্কুলের গভর্নিং বডির সভাপতি মো. মিজানুর রহমান মিজান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভর্নিং বডির সভায় সব সদস্যদের মতামতের উপর ভিত্তি করে হায়দারকে বরখাস্তের সিদ্ধান্ত হয়। গত ২৪ অক্টোবর বরখাস্তের চিঠি আলী হায়দারকে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হায়দারের বিরুদ্ধে প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য তদবিরের কথা বলে সহকর্মীদের কাছ থেকে টাকা নেয়া এবং বিভিন্ন খাতে ২৫ থেকে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।