,

১১ বছর পর বশেমুরবিপ্রবিতে স্থায়ী রেজিস্ট্রার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্থায়ী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন মো. দলিলুর রহমান।

দীর্ঘ ১১ বছর পরে বিশ্ববিদ্যালয়টি এই প্রথম স্থায়ী রেজিস্ট্রার পেল।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় রেজিস্ট্রার অফিসে তিনি যোগদান করেন।

এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন নবনিযুক্ত রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের যোগদানপত্র গ্রহণ করেন এবং তাকে অফিস বুঝিয়ে দেন।

রেজিস্ট্রার মো. দলিলুর রহমান এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৪ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবির স্থায়ী রেজিস্ট্রার হিসেবে তাকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এগার বছর শিক্ষা কার্যক্রম শেষে স্থায়ী রেজিস্ট্রার পেলেও এখন পর্যন্তও উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়টিতে।

এই বিভাগের আরও খবর