,

মাদারীপুরের ক্রীড়াঙ্গনে ‘উন্নয়নের ছোঁয়া’

জেলা প্রতিনিধি, মাদারীপুর: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে মাদারীপুরের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। এরই মধ্যে অলিম্পিক ভিলেজের মত বড় মেগা প্রকল্প হাতে নেয়ার চিন্তাভাবনা করছে সরকার।

জেলা প্রশাসন জানায়, খেলাধুলার মাধ্যমে জেলার সুনাম বয়ে আনতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

পদ্মা সেতুর চালুর পর উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে মাদারীপুরের ক্রিড়াঙ্গনে। নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে দ্রুত বাস্তবায়ন করা গেলে মাঠ পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরী হবে বলে প্রত্যাশা করছেন দর্শক, খেলোয়াড় ও সংগঠনের নেতারা।

সারা দেশের সাথে সেতু বন্ধন তৈরী হওয়ায় সবধরনের খেলার মান বাড়বে বলে মনে করেন ফুটবল ফেডারেশনের এই নেতা।

জেলা প্রশাসক জানান, আন্তর্জাতিক মানের খেলাধুলার জন্য অলম্পিক ভিলেজের মত বড় মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে।

ক্রীড়া সংস্থার তথ্য মতে, জেলায় বিভিন্ন পর্যায়ে তালিকাভুক্ত ৪ শতাধিক খেলোয়াড় রয়েছে।

এই বিভাগের আরও খবর