জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জম্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কেক কাটেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাসসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ১০০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কেক কাটা হয়। জেলা যুবলীগ সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এমবি সাঈফ বিসহ যুবলীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া বুধবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি, কেককাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একিউএম মাহবুব বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।