,

নানা আয়োজনে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী মো. কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক এসএম ইস্রাফিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর