,

কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি খন্দকার ওয়ালিদ হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পরিষদের সদস্যমো. মাহাবুবুর রহমান বাবর, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বিএম আলম সিদ্দিক।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ শিকদার, প্রচার সম্পাদক এসএম সমীর, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল ইসলাম টিটো, ভিপি মো. মোরশেদুল আলম, নিরঞ্জন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পিকুল।

এই বিভাগের আরও খবর