কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্বোধনী উদ্যোগ বাস্তবায়নে গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) উপজেলা নির্বাহী কমকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গী আলম।
গ্রুপ ভিত্তিক আলোচনা শেষে কর্মশালায় ১০ টি গ্রুপ তাদের উপস্থাপন করে।