জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের বড়বাজারের বিভিন্ন চাল ও মুদি দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকা বেশি নেওয়ায় বিশ্বাস চাউল ভান্ডারের মালিক কৃষ্ণ বিশ্বাস এবং পঁচা দই ও মূল্য না লেখে বেশি দামে বিক্রি, ডিমের মূল্য তালিকা না টাঙানোর দায়ে অপর দুই ব্যবসায়ীকে জরিমাণা করা হয়।
মঙ্গলবার (১৬ আগস্ট) গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শামীম হাসান জানান, শহরের বড় বাজার এলাকায় মূল্য তালিকা লিখে বেশি দামে চাল বিক্রি ও বস্তাপ্রতি ১০০ টাকার বেশি দাম নেওয়ায় বিশ্বাস চাউল ভান্ডারকে ৫ হাজার টাকা এবং পঁচা দই ও মূল্য না লেখে বেশি দামে বিক্রি, ডিমের খুচরা দোকানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে অপর দুই ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমাণা করা হয়।
তিনি আরও জানান, জেলাব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।