,

কাশিয়ানীতে ‘গ্যাসের চুলার’ আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্যাসের চুলার আগুনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬ টায় উপজেলার ভাটিয়াপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ২০ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

আগুনে রুমান মোল্যার বরফ মিল, আনারুল ফকিরের রেস্টুরেন্ট, ইনামুল ফকিরের কাপড়ের দোকান, নিমাই বিশ্বাসের মিষ্টির দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বাজারের আনারুল ফকিরের রেস্টুরেন্টের গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মূর্হুতের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথম এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ভাটিয়াপাড়া ও মুকসুদপুর ফায়াস সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ মো. নেছার আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্টুরেন্টের গ্যাস চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর