জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: পরিবারের লোকজনের সাথে অভিমান করে চিরকুট লিখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্তিক বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে সে।
কার্তিক বিশ্বাস উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে। সে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের মানবিক বিভাগের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকাল থেকে কার্তিককে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। তখন তার কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ‘আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। আমাকে খোঁজ করে টাকা নষ্ট করার দরকার নাই। আমি কেন যাচ্ছি তা বলতে চাই না। দয়া করে আমাকে খোঁজার চেষ্টা করে টাকা নষ্ট করো না। ভালো থাকো।’
নিখোঁজ ছাত্রের মা শেফালী বিশ্বাস বলেন, ‘কার্তিক ইসকনধর্ম মতাদর্শী থাকায় নিজে রান্না করে প্রায় ২ বছর নিরামিষ খাবার খায়। একমাত্র ছেলে মাছ, মাংস না খাওয়ায় দুঃখে মাঝে মাঝে বেশি কথা বলতাম। তাই হয়তো মনের কষ্টে কার্তিক বাড়ি থেকে চলে গেছে। অনেক খোঁজাখুঁজির করে ছেলেকে না পেয়ে ওর বাবা পাগল প্রায়। তাই একমাত্র ছেলেকে ফেরত পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের কেউ লিখিতভাবে জানায়নি। লিখিত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
-সজল সরকার