লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ট্রাকচাপায় এক উপ-পরিদর্শকসহ পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে বড়খাতা থেকে উপ-পরিদর্শক আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম মোটরসাইকেলে হাতিবান্ধা যাচ্ছিলেন।এ সময় খানের বাজার এলাকায় পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পুলিশ ট্রাকটি আটক করলেও পলাতক রয়েছে চালক ও তার সহযোগী।