,

নেত্রকোনায় বিদ্যুতের খুঁটিতে আগুন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ায় বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মোক্তারপাড়া পৌরসভার সামনে প্রধান সড়কে বিদ্যুতের মূল লাইনে এই ঘটনাটি ঘটে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র স্টেশন অফিসার জানান,  দুপুর ২টার দিকে বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় বিদ্যুতের তার, ক্যাবল লাইন, ইন্টারনেট লাইনের তার পুড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরও খবর