কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বাল্য বিয়েকে লাল কার্ড দেখিয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পল্লী সমাজের সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ব্র্যাক সামাজিক কর্মসূচীর উদ্যোগে এ লাল কার্ড প্রদর্শন ও শপথ করা হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সুফলভোগী জবেদা বেগমের সভাপতিত্বে বাল্য বিয়েকে না বলুন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কে না বলুন বিষয় শপথ করানো হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সামাজিক কর্মসূচীর সংগঠক মিলন কুমার দাস।