নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে একটি সমবায় সমিতি গ্রাহকদের অন্তত ১৫ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে। স্বর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে সমিতির প্রায় একুশ শ গ্রাহকের।
এ ব্যাপারে ভুক্তভোগীরা সোমবার আড়াইহাজার থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
প্র্রতারণার শিকার কয়েকজন জানান, ২০০৮ সালের ১৪ অক্টোবর উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামের জব্বার হাজীর স্ত্রী সুফিয়া বেগম নিজবাড়িতে ‘গণপ্রত্যাশা সমিতি’ নামে একটি মাল্টিপারপাস ব্যবসার অফিস খোলেন। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে মাসিক সুদ ও সুদের বিনিময়ে টাকা ধার দেয়াই ছিল সমিতির প্রধান কাজ। সমিতির গ্রাহক সংখ্যা দাঁড়ায় ২ হাজার ১০০ জন।
প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ৩ লাখ থেকে শুরু করে ১২-১৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখা হয়। ৩০ অক্টোবর সমিতির প্রতিষ্ঠাতা সুফিয়া দলবল নিয়ে লাপাত্তা হন। গ্রাহকরা জানান, সমিতির কাছে তাদের পাওনা অন্তত ১৫ কোটি টাকা।
উপজেলা সমবায় অফিসার নাহিদা নাছরিন বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেব।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। আমরা তাদের কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছি। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।