,

কাশিয়ানীতে সওজের অভিযানে দু’শতাধিক স্থাপনা উচ্ছেদ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া-মাইজকান্দি আঞ্চলিক মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ।

সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাকিরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো. রাসেল শিকদার, সার্ভেয়ার মো. শিবলী সাদিক, কাশিয়ানী থানা পুলিশসহ স্থানীয় গণমাধ্যকর্মীরা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ভাটিয়াপাড়া-মাইজকান্দি আঞ্চলিক মহাসড়কের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর, কাঠামদরবস্ত, বেলতলা, কাশিয়ানী সদর বাসষ্ট্যান্ড, সন্ধ্যা বাজার এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে উঠা প্রায় দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম জানান, সওজের জায়গা থেকে সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে। নিয়মিত এ অভিযান চলবে বলেও জানিয়েছেন সওজের ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর