কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল করীম, হাফেজ আবু মুছা, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি শিহাবউদ্দিন, মাওলানা জাকারিয়া, ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, নুর ইসলাম শেখ লেলিন প্রমুখ।
এতে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে। এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর পাশাপাশি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান বক্তারা।