কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় ২১৯টি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশ ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলোতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মণ্ডপগুলো যেন সুন্দরভাবে পূজা উৎযাপন করতে পারেন সে জন্য প্রতিটি মণ্ডপে সরকারীভাবে প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে।
করোনার কারণে মণ্ডপগুলোতে লোকসমাগম কিছুটা কম হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রতিটি পূজা আয়োজক কমিটির সদস্যরা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ যে কোনো অপতৎপরতা রোধে সার্বক্ষণিক তৎপর রয়েছে পুলিশ।