,

৭ দিনেও খোঁজ মেলেনি কাশিয়ানীর নিখোঁজ মাদ্রাসা ছাত্রের

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নিখোঁজ হওয়ার এক সপ্তাহ অতিবাহিত হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র শহিদুল হক শাওন মোল্যা (১৩)। নিখোঁজের পরিবারে চলছে শোকের মাতম।

গত ৪ জুন বৃহস্পতিবার পরিবারের লোকজনের সাথে অভিমান করে কাউকে কিছু না বলে নিজবাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি।

শাওন উপজেলার বরইহাট সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও একই গ্রামের হুমায়ূন কবীর মোল্যার ছেলে।

এ ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা হুমায়ূন কবীর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শাওনের বাবা হুমায়ূন কবীর মোল্যা জানান, করোনা পরিস্থিতির কারণে মাদ্রাসা বন্ধ থাকায় শাওন বাড়িতে চলে আসে। বাড়িতে থেকে লেখাপড়া না করায় অভিভাবকরা তাকে বকাবকি করে। এতে সে অভিমান করে গত ৪ জুন সকালে একটি ইজিবাইকযোগে তার মামা বাড়ি মাঝিগাতি এলাকায় গিয়ে পৌছায়। এ সময় তার মামাতো ভাইয়ের সাথে দেখা হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হলেও সন্ধান মেলেনি।

কেউ তার সন্ধান পেলে ০১৭৭৮০১৩৩০৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এই বিভাগের আরও খবর