,

বিয়ের আয়োজন করায় বর-কনের পিতাকে ২৫ হাজার টাকা জরিমাণা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক দু’টি গ্রামে বিয়ের আয়োজন করায় বর ও কনের পিতাসহ তিনজনকে ২৫ হাজার টাকা জরিমাণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ জুন) দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ এ জরিমাণা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে কনের বাড়িতে ধুমধামের সাথে বিয়ে আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বর জুবায়ের হোসেন মিয়াকে ১০ হাজার এবং কনের পিতা রকিব উদ্দিনকে ১০ হাজার জরিমাণা করেন। জুবায়ের উপজেলার রামদিয়া গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।

এদিকে, উপজেলার মাজড়া গ্রামে আরো এক কনের বাড়িতে বিয়ে আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়েও কনের পিতা সৈয়দ ইনায়েতকে ৫ হাজার টাকা জরিমাণ করেন।

ইউএনও সাব্বির আহমেদ জরিমাণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনা পরিস্থিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় তাদেরকে এ জরিমাণা করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর