,

কাশিয়ানীতে পরিবার-পরিকল্পনা মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষায় পার্সোনাল প্রোটেকটিভ ইকুভমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

গত রবিবার (৩মে) অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও অফিস সহকারীদের মাঝে এ পিপিই বিতরণ করা হয়।

কাশিয়ানী উপজেলার পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু উপস্থিত থেকে এ পিপিই বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারীরা।

এই বিভাগের আরও খবর