,

কাশিয়ানীর রামদিয়ায় কর্মহীন মানুষের মাঝে ছাত্রলীগের সবজি বিতরণ

কাশিয়ানী প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষের মাঝে ছাত্রলীগের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠ মাঠে কর্মহীন মানুষের মাঝে এ সবজি বিতরণ করা হয়।

ছাত্রলীগের নেতাকর্মীরা সাড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পুইশাক, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় সবজি খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মোঃ আমিনুর রহমান, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর