গোপালগঞ্জ: গোপালগঞ্জে নতুন করে ১ পুলিশ সদস্য সহ ২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় মোট ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি আজ বুধবার সকালে নিশ্চিত করেছেন।
তিনি জানান আরো জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় নতুন আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে শুকতাইল গ্রামের বাড়িতে আসেন। এছাড়া মুকসুদপুর থানার অরো এক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান করোনায় আক্রান্ত ১৭ পুলিশ সদস্য ছাড়া আক্রান্ত ১৪ জন ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গোপালগঞ্জে এসেছেন ।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলা আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান হোম কোয়ারেন্টাইনে থাকা মুকসুদপুর থানার ১ পুলিশ সদস্যের শরীরের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে । তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে । উল্লেখ্য গত ১১ এপ্রিল মুকসুদপুর থানার এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই থানার সব পুলিশ সদস্যের কোয়ারেন্টিনে নেয়া হয় ।