গোপালগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুভমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
কাশিয়ানীর কৃতি সন্তান ও বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামের ব্যক্তি অর্থায়নে এ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়।
গত দুইদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুরে কর্মরত চিকিৎসকদের হাতে এসব পিপিই তুলে দেন মেজর জেনারেল এস, এম সালাহউদ্দিনের ভাই বিশিষ্ট সমাজসেবক রেজাউল শরীফ। এতে সার্বিক সহযোগিতা করে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।