,

গোপালগঞ্জে চিকিৎসকদের পিপিই দিলেন মেজর জেনারেল সালাহউদ্দিন

গোপালগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুভমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

কাশিয়ানীর কৃতি সন্তান ও বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামের ব্যক্তি অর্থায়নে এ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়।

গত দুইদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুরে কর্মরত চিকিৎসকদের হাতে এসব পিপিই তুলে দেন মেজর জেনারেল এস, এম সালাহউদ্দিনের ভাই বিশিষ্ট সমাজসেবক রেজাউল শরীফ। এতে সার্বিক সহযোগিতা করে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

এই বিভাগের আরও খবর