,

মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ১৬ জন পুলিশ সদস্য করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান।

তিনি বলেন, আমরা মুকসুদপুর উপজেলা থেকে ৭১ জন পুলিশসহ মোট ১০২ জনের নমুনা সংগ্রহ করে (আইইডিসিআর)-এ পাঠাই। এর মধ্যে ৪৮ জন পুলিশ সদস্যর রিপোর্ট হাতে পেয়েছি। পূর্বের ২৪ জনের পুলিশ সদস্যর মধ্যে ১০ জন এবং সোমবার ২৪ জনের মধ্যে ৬ জন মোট ১৬ জন পুলিশ সদস্যর রিপোর্ট পজেটিভ আসে।

এখন পর্যন্ত উপজেলার কোনো বাসিন্দার মধ্যে করোনা শনাক্ত হয়নি। আক্রান্ত পুলিশ সদস্যদের মুকসুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর