গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কাশিতে আক্রান্ত হয়ে বাদল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামের বিভূতি মন্ডলের ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন। বাদল মন্ডল বিগত ৫ বছর ধরে যক্ষায় ভুগছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘শনিবার ভোর বাদল মন্ডল নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘ ৫ বছর ধরে যক্ষায় ভুগছিলেন। তিনি যক্ষা রোগী হিসেবে দীর্ঘ ৫ বছর ধরে গোপালগঞ্জ বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের নমুনা রিপোর্ট আসার আগ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।’
গোপালগঞ্জে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, ‘ওই ব্যক্তির নমুনা ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে ।’