কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার সকালে উপজেলার বুধপাশা গ্রামে নিজ বাড়ী ওই গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের কুটি মোল্যার স্ত্রী। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই গৃহবধূ তার স্বামী ও শিশু কন্যার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠিয়েছে।
বুধপাশা গ্রামের ওই গৃহবধূর বাড়িসহ মোট ৫টি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুব্রত কুমার সাহা বলেন, ‘নমুনা সংগ্রহের সময় ওই গৃহবধূর স্বামী জানান, শনিবার সকালে তার স্ত্রীর পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হয়। এ কারণেই সে মারা গেছে। তার শরীরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা করোনার কোন উপসর্গ ছিল না। আমরা ৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠিয়েছি।’
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ূম তালুকদার বলেন, ‘ওই গৃহবধূ করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছে বলে স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করেছেন। এছাড়া ওই মহিলার মৃত্যু সম্পর্কে তার স্বামীর বক্তব্য আমাদের কাছে বিশ্বাস হয়নি। প্রায় ৪ মাস আগে ওই গৃহবধূ একটি কন্যা সন্তান প্রসব করেন। তার শরীরে রক্তশূন্যতা ছিল। রক্তশূন্যতার ওষুধ সেবন করলেও শ্বাসকষ্ট হতে পারে। এ করোনার ঝুঁকির মধ্যে ওই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতেই নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘এ ঘটনা জানার পর আমরা ওই গৃহবধূর বাড়িসহ মোট ৫টি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে নিয়েছি। তাদের ব্যাপারে আমরা ও স্বাস্থ্য বিভাগ নিয়মিত খোঁজ খবর নিচ্ছি।’