,

কাশিয়ানীতে পাঁচজনকে জরিমানা, ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি নির্দেশ অমান্য করায় তিন ব্যবসায়ীসহ পাঁচজনকে ২২ হাজার টাকা জরিমাণা এবং ছয়জনকে হোম কোয়ারিন্টাইনে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃস্পতিবার (৯ এপ্রিল) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস এ রায় দেন এবং স্ব স্ব ব্যক্তির এলাকায় গিয়ে কোয়ারিন্টাইন নিশ্চিত করেন।

হোম কোয়ারিন্টাইনে পাঠানো ও ঘোরাঘুরির দায়ে দন্ডপ্রাপ্ত সকলের বাড়ি উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে। এরা সকলে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে এলাকায় এসেছেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, করোনা সংক্রমণ এলাকা হিসেবে ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে। তাই ঝুঁকির কথা বিবেচনা করে ওইসব জেলা থেকে ফেরত আসা ছয় ব্যক্তিকে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে এবং এলাকায় এসে বিনা কারণে ঘোরাঘুরির করায় দুই ব্যক্তিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা ও উপজেলার রামদিয়া বাজারে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৪ হাজার করে ১২ হাজার টাকা জরিমাণা করা হয়।

তিনি আরো বলেন, ‘সরকারি আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সুস্থভাবে কোয়ারেন্টাইন শেষ হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে।’ এ অভিযান নিয়মিত চলবে বলেও জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর